You have reached your daily news limit

Please log in to continue


ব্যাঙের ছাতার মতো গজানো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই আইসিসির মাথাব্যথা

কোন সংস্করণ বেশি ভালো—টি–টোয়েন্টি, ওয়ানডে না টেস্ট? তিন ঘরানার সমর্থকই আছে। অতএব উত্তরটা তিনরকম হওয়াই স্বাভাবিক। কিন্তু যদি বলা হয়, কোন সংস্করণ বেশি লাভজনক? ক্রিকেটপ্রেমীদের মনের লাভ–ক্ষতির কথা বাদ দিন, টাকা–পয়সার কথা বলা হচ্ছে। কোন ঘরানায় টাকা বেশি—এ প্রশ্নের জবাবে তিন ঘরানার সমর্থকদের উত্তর হবে ওই একটাই, টি–টোয়েন্টি। ভুলে যান ক্রিকেটের কুলীন ইতিহাস আর ঐতিহ্য, সময়টা এখন টি–টোয়েন্টির। তা এতটাই যে দেশে দেশে ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। তাতে মূল সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এসব ফ্র্যাঞ্চাইজি লিগের অর্থকড়ির সঙ্গে মোটেও ভারসাম্য রেখে চলতে পারছে না আন্তর্জাতিক ক্রিকেট। অ্যান্ডি ফ্লাওয়ার মনে করেন, আগামী দশকে এই ভারসাম্য ধরে রাখাই হবে আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন