ভেট্টোরি-ম্যাকমিলানকে ঢাকায় ডাকলো বিসিবি
মহামারি করোনার পর এখনো মাঠে ফেরা হয়নি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দলের। বাংলাদেশ দলের শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেট ফিরবে দল দুটি। তবে এখনো নিশ্চিত হয়নি এ সফর। তবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড থেকে সরাসরি স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি ও নবনিযুক্ত ব্যাটিং কোচ গ্রেগ ম্যাকমিলানের শ্রীলংকা যাওয়ার কথা ছিল। পরিস্থিতি পাল্টে যাওয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই তাদের ঢাকায় আসতে বলেছে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমরা ভেট্টোরি ও ম্যাকমিলানকে প্রথমে বাংলাদেশে আসতে বলেছি। তারপর দল নিয়ে একসঙ্গে ভ্রমণ করতে বলেছি তাদের।
বাকি কোচরা আগেই বাংলাদেশে চলে এসেছেন। তারা করোনা পরীক্ষায় পাস করে ক্রিকেটারদের অনুশীলনেও যোগ দিয়েছেন। শ্রীলংকা তাদের শর্তে বলেছে, যদি কেউ আলাদাভাবে তাদের সেখানে যায়, তাহলে তাকে সেদিন থেকে সম্পূর্ণ আলাদাভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে।