![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F24f96c2d-c93c-4e62-95b3-b1f80b098435%252FTangail_DH0568_20200919_sakhipur_pic_chaina.jpg%3Frect%3D0%252C39%252C248%252C130%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মেয়েকে ধরিয়ে দিতে পত্রিকায় বাবার বিজ্ঞাপন
টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে ধরিয়ে দিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পুরস্কার ঘোষণা করেছেন আবদুল মান্নান নামের এক বাবা। শুক্রবার একটি জাতীয় দৈনিকে মেয়ের ছবিসহ একটি বিজ্ঞাপন ছেপেছেন ওই বাবা। এর আগে গত বুধবার মেয়ের বিরুদ্ধে সখীপুর থানায় প্রতারণার অভিযোগও করেন তিনি। বাবার অভিযোগ, তাঁর চিকিৎসার জন্য জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন মেয়ে।