দেশে যে হারে করোনার নমুনা পরীক্ষা দরকার, সে হারে হচ্ছে না। নমুনা পরীক্ষার জন্য খোদ স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারপরও নমুনা পরীক্ষার হার বাড়ছে না। তবে শুধু নমুনা পরীক্ষা নয়, ভবিষ্যতে ভ্যাকসিন দেওয়ার জন্য এখনই অ্যান্টিবডি টেস্ট করা দরকার। বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষা, মহামারির প্রকৃত চিত্র জানতে, এমনকি ভবিষ্যতে ভ্যাকসিন কার্যক্রমের জন্যও এখনই অ্যান্টিবডি টেস্ট জরুরি হয়ে পড়েছে।
আর জাতীয় পরামর্শক কমিটি বলছে, এখন সেরো সার্ভিলেন্স নিয়ে কাজ করার সময় এসে গেছে, যার জন্য অ্যান্টিবডি টেস্ট চালু করা প্রয়োজন। তবে করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন এই মুহূর্তে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
র্যাপিড টেস্টের যৌক্তিকতা তুলে ধরে এই টেস্ট কী ধরনের হতে পারে সে বিষয়ে গত ৭ জুন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায় স্বাস্থ্য অধিদফতর। গত ৯ জুলাই এ বিষয়ে একটি খসড়া নীতিমালা করে সেটি মন্ত্রণালয়ে পাঠায় অধিদফতর। এর পরিপ্রেক্ষিতে তার ১০ দিন পর অধ্যাপক ডা. লিয়াকত আলীকে প্রধান করে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ ল্যাবরেটরি পরীক্ষা সম্প্রসারণ নীতিমালা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি করে। এরপর সেটি কমিটির মতামতের জন্য পাঠায় এবং তাদের মতামতের জন্য ১০ কার্যদিবস ঠিক করে দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.