বিসিবির শর্ত মানতে মন্ত্রণালয়ের কাছে এসএলসির আর্জি
দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিসিবির শর্ত না মানায় টাইগারদের বাইশ গজে প্রত্যাবর্তনে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। এমতাবস্থায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দেন, শর্ত না মানতে পারলে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। অবশেষে বিসিবির অনড় অবস্থার কাছে কিছুটা মাথা নত করতে বাধ্য হয়েছে এসএলসি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বাংলাদেশকে ৭ দিনের কোয়ারেন্টাইন পালনের অনুমতি দিতে না পারলেও কোয়ারেন্টাইন চলাকালে অনুশীলনের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে আর্জি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
করোনা মোকাবেলায় এখন পর্যন্ত অনেকটাই সফল শ্রীলঙ্কা। তাই দ্বীপদেশটিতে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ৈ ও করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী, অন্য কোনো দেশ থেকে শ্রীলঙ্কায় গেলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.