
দ্বিপাক্ষিক সম্পর্কে জোর মোদী-পুতিন আলোচনায়
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করারই বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় রাশিয়ার প্রেসিডেন্টের। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মোদীকে ফোনটি করেছিলেন পুতিনই। তখনই দুই নেতার মধ্যে আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক এবং কৌশলগত সম্পর্কের নানা দিক। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে পুতিন যে ভাবে ব্যক্তিগত ভাবে উদ্যোগী হয়েছেন, তা নিয়ে তাঁকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দু’দেশের পরবর্তী শীর্ষ পর্যায়ের বৈঠকের জন্য রুশ প্রেসিডেন্টকে এ দেশে আমন্ত্রণও জানিয়েছেন মোদী। করোনা পরিস্থিতিতে পারস্পরিক সুবিধাজনক কোনও সময়ে ওই বৈঠক হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ব্রিকস এবং এসসিও-র শীর্ষ পর্যায়ের বৈঠক এ বছরের শেষে হওয়ার কথা। সেই বৈঠকে যোগ দিতে মোদী যেতে পারেন বলে একটি সূত্রে মনে করা হচ্ছে।