স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল দশা, পরিচ্ছন্নকর্মী দিয়ে চলছে সেবা
কুড়িগ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিচ্ছন্নকর্মী দিয়ে চলছে চিকিৎসা সেবা। মাঝে মধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেই চলে যান দায়িত্বরতরা। আর দেখভালের অভাবে নিয়মিত খোলা হয় না জেলার প্রত্যন্ত এলাকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। ফলে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য ব্যহত হচ্ছে কুড়িগ্রামে।
সরেজমিনে দেখা যায়, পঞ্চাশোর্ধ একজন নারী মিনা রাণী ভবনে ঝাড়ু দেবার কাজ করছেন। পরিচ্ছন্নতার কাজ শেষ করেই তিনি চিকিৎসা সেবা দিতে ব্যস্ত হয়ে পড়লেন। প্রেসক্রিপশন করতে না পারলেও রোগীর সমস্যা শুনেই চিকিৎসা দেন। বেশ কিছু ওষুধের নামও মুখস্থ।