নাটোর জেলা পুলিশের আরও একজন কর্মকর্তা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলা পুলিশ লাইনসে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম নামের ওই কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়ার পথে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, আবদুল আলীম টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এক দিন চিকিৎসা দেওয়ার পর রামেক হাসপাতাল তাঁকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সে মোতাবেক তাঁকে গতকাল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সিরাজগঞ্জে তাঁর অবস্থার আরও অবনতি হলে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। শুক্রবার পাবনায় নিজ বাড়িতে তাঁকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.