গাইবান্ধায় জঙ্গি তৎপরতার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার
গাইবান্ধা থেকে গোপনে জঙ্গি তৎপরতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তাঁরা হলেন গাইবান্ধা জেলা সদরের দুর্গাপুর দালালপাড়া এলাকার মৃত আবদুস সোবহানের ছেলে চান মিয়া (৪৮) এবং একই জেলার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে সাইদুজ্জামান নয়ন (৪০)। তাঁরা দুজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য।
আজ শুক্রবার বিকেলে র্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্যদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গাইবান্ধা সদরের পুরোনো বাজারসংলগ্ন বড় মসজিদ রোডে অভিযান চালায় র্যাব। সেখানে ধরা পড়েন চান মিয়া। তাঁর দেওয়া তথ্যমতে ওই রাতে গাইবান্ধার পলাশবাড়ীর দুর্গাপুর থেকে সাইদুজ্জামান নয়নকে গ্রেপ্তার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.