You have reached your daily news limit

Please log in to continue


বারবেরি-বসনে বনপথে যায়

নিউইয়র্ক ছেড়ে ফ্যাশন উইকের ক্যারাভান এখন তাঁবু গেড়েছে লন্ডনে। আর সুচনা দিনেই মাতিয়ে দিয়েছে বারবেরি। অবশ্য কিছুটা আভাস তারা আগেই দিয়ে রেখেছিল। জানিয়েছিল, কোনো দর্শক ছাড়াই আউটডোর উপস্থাপনা লাইভস্ট্রিমিং করা হবে। এই শোর নামই দেওয়া হয় ‘বারবেরি ইন নেচার’। কিন্তু এই আউটডোর যেকোনো মাঠ বা রাস্তা বা কোনো প্রাসাদ আঙিনা নয়, একেবারে প্রকৃতির আদুরে আঁচলে, তা কে ভেবেছিল। অথচ সূচনা চিত্তচমৎকারী আয়োজনে তাক লাগিয়ে দিয়েছে বারবেরি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন