সাতক্ষীরায় মাদক নির্মূলে ডোপ টেস্ট করতে মাঠে পুলিশ
সাতক্ষীরাকে মাদক মুক্ত রাখতে ডোপ টেস্ট করতে মাঠে নেমেছে পুলিশ। ইতোমধ্যে ভোমরা সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের শনাক্তের লক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে। এসময় মাদকসেবি সন্দেহে ৩৮ জনকে আটক করা হয়।
গত বৃহস্পতিবার বিকালে ভোমরা সীমান্তবর্তী এলাকার পল্লী-শ্রী চৌ-রাস্তার মোড়, আলীপুর পাঁচানী মোড় ও গাঙ্গনীয়া ব্রিজ এলাকার তিনটি পয়েন্টে এ অভিযান চালানো হয়। এসময় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে আটক ৩৮ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্টের জন্য নেওয়া হয়। টেস্ট শেষে পজেটিভ ১৬ জন মাদকাসক্তকে সদর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে