করোনাভাইরাসের তাণ্ডবে গেল ৩৩ বছরের মধ্যে সবচেয়ে বড় মন্দায় পড়েছে নিউজিল্যান্ড। করোনার সংক্রমণ রোধে রকডাউন কার্যকর করায় গত এপ্রিল থেকে জুন, ২য় প্রান্তিকে দেশটির জিডিপি সংকুচিত হয়েছে ১২.২ শতাংশ। এর আগে ১৯৮৭ সালে নিউজিল্যান্ড প্রথমবারের মতো বৃহৎ মন্দার কবলে পড়েছিল, যখন বৈশ্বিক আর্থিক মন্দা দেখা দিয়েছিল। তবে, দেশটির সরকার আশা করছে, খুব অল্প সময়ের মধ্যেই তারা ঘুরে দাঁড়াতে পারবে।
দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আর ৫০ লাখ মানুষকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী মাসে (অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির জাতীয় নির্বাচনে এই অর্থনৈতিক অবস্থা সরকার গঠনে অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করবে বলে বলা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.