মার্কিন শীর্ষ কর্মকর্তার তাইওয়ান সফরের মাঝেই সামরিক মহড়া চীনের
বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে চীন। মূল ভূখণ্ডের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সামরিক মহড়া চলছে বলে জানিয়েছে বেইজিং।
তাইওয়ানে দু'দিনের সফরে গেছেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ। গত কয়েক দশকের মধ্যে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চপদস্থ এই কর্মকর্তার সফরের মাঝে তাইওয়ান প্রণালীর কাছে সামরিক মহড়া শুরু করেছে চীন।
শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। স্বায়ত্বশাসিত তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.