![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fe75a814b-569f-48a4-9b4d-6849adff3845%252Fmuhit_2.jpg%3Frect%3D0%252C0%252C300%252C158%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
আবুল মাল আবদুল মুহিত কেন টেনিস খেলা ছেড়ে দিয়েছিলেন
প্রথম আলো
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩২
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি অপরাহ্ণে আমার জন্ম। সিলেটের ধোপাদীঘির পাড়ের আমাদের বাড়িতে। পেশায় আইনজীবী আমার আব্বা আবু আহমদ আবদুল হাফিজ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। কলকাতায় এক অনুষ্ঠানে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
আমি শুনেছি,পৃথিবীতে আমার আগমনের কারণে আব্বার সেই যাত্রাটা বন্ধ হয়ে যায়।পরিবারের তৃতীয় সন্তান আমি। ভাই-বোনদের মধ্যে সবচেয়ে বড় হলো আমার বোন। তিনি এখনো জীবিত, বয়স এখন ৯১ বছর।'