কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বদ্ধ জীবনেও সবার হাসিমুখ দেখছেন কোহলি

বিডি নিউজ ২৪ সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩

ইচ্ছে হলেই বাইরে যাওয়ার সুযোগ নেই। কোনো রেস্টুরেন্টে যাওয়া কিংবা মাঠ ও ক্রিকেটের বাইরে ঘুরে বেড়িয়ে ফুরফুরে হওয়ার উপায় নেই। তবে কঠিন সময়ের এই বাস্তবতা ক্রিকেটাররা মেনে নিয়েছেন বলেই জানালেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বলছেন, পরিস্থিতিকে সাদরেই গ্রহণ করেছেন তার দলের সবাই।

ভারতের করোনাভাইরাসের প্রকোপ তীব্র হওয়ায় এবারের আইপিএল হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হবে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে। মাঠ আর হোটেলের বাইরে পা রাখা যাবে না কোনোভাবেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক সময়ই মাঠের বাইরে ডানা মেলে দেওয়ার যে সুযোগ, এবার সেসব তাই থাকছে না।

কোহলি তাতে সমস্যাও দেখছেন না আপাতত। কোভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এবার বেঙ্গালুরুর জার্সির পেছনে লেখা থাকবে, ‘মাই কোভিড হিরোস।’ সেই জার্সি উন্মোচনের আয়োজনে কোহলি বললেন, বদ্ধ জীবনে তারা মানিয়ে নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও