কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পিরলোকে কোচের দায়িত্ব দিয়ে বড় ঝুঁকি নিয়েছে জুভেন্টাস

সংবাদ ইতালি প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩০

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই ইটালিয়ান সিরি এ লীগে সবচেয়ে বেশী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় চ্যাম্পিয়ন জুভেন্টাস সাবেক খেলোয়াড় আন্দ্রে পিরলোকে কোচের দায়িত্ব দিয়ে কিছুটা জুয়া খেলেছে বলেই মনে করা হচ্ছে। তুরিনের দলটি টানা দশমবারের মতো সিরি এ লীগ শিরোপা জয়ের জন্য মাঠে নামছে বরিবার। কিন্তু এবার তারা কোচের দায়িত্ব দিয়েছে এমন একজনকে যার সিনিয়র লেবেলে কোচিংয়ের কোন অভিজ্ঞতাই নেই। স্যাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে কোচ হিসেবে অভিষেক হবে পিরলোর। তিনি গত সোমবারই কেবল কোচ হিসেবে ইটালিয়ান ফেডারেশনের সনদ পেয়েছেন। ফ্লোরেন্সে ফেডারেশনের কোচিং স্কুলে থিসিস জমা দিয়ে তিনি দায়িত্ব গ্রহণের যোগ্যতা অর্জণ করেছেন।

প্রাক মওসুমে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে জুভেন্টাস। নোভারার বিপক্ষে সেই ম্যাচ শেষে পিরলো বলেছিলেন, ‘আমি জুভেন্টাসের কোচ। এখানে যে আসবে তাকে স্বাভাবিকভাবেই জিততে চাইতে হবে। আমি জানি আমাকেও জিততে হবে। এটা যেমন খেলোয়াড় হিসেবে ছিল এখন কোচ হিসেবেও তা করতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও