![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/01/18/2379d8b2f3ff1c12b5b7d07c5fa95692-5a604a4cc479c.jpg?jadewits_media_id=296403)
হাইকোর্টের রায় স্থগিত, প্রাথমিকে পদোন্নতিতে বাধা নেই
প্রাথমিকের নব্য জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণে জাতীয়করণের তারিখ থেকে হিসাব না করে ৫০ শতাংশ সার্ভিস কাউন্ট করে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে বলা হাইকোর্টের রায় ৬ মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত।