কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নীলাকাশের নিচে শরতের শুভ্রতা

এনটিভি মানিকগঞ্জ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৫

শরৎ মানেই নীল আকাশ, সাদা মেঘের ভেলা, সবুজ প্রকৃতি, থেকে থেকে বৃষ্টি, পুরো এলাকাটাই একটা আলাদা উৎসবের ছোঁয়া পায়। কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে আবার কেউ একাই এই দৃষ্টিনন্দন কাশফুলের বাগানে ঘুরতে যায়। এদিকে, মানিকগঞ্জে শরৎ এলেই মাঠে-প্রান্তরে, নদী বা বিলের ধারে সাদা মেঘের ভেলা যেন নেমে আসে জমির কোল ঘেঁষে। সেইসঙ্গে একাকার হয়ে যায় কাশফুলের বাগান। গন্ধহীন তবু এ ফুল সবাইকে টানে। তাইতো সকাল বা বিকেলে নয়, ভর দুপুরেও কাশফুলের স্নিগ্ধ স্পর্শের লোভটা অনেকেই সামলাতে পারে না। ছুটে যায় নদীর তীরে বা অন্য কোথাও। প্রকৃতি যে কত সুন্দর, তা কাছে না গেলে বোঝা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও