You have reached your daily news limit

Please log in to continue


কৃষি বিলের প্রতিবাদে NDA-তে বিদ্রোহ, মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা অকালি নেত্রীর

বৃহস্পতিবার ৭০ পেরিয়ে ৭১ বছরে পড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই দিনেই ভাঙন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কেন্দ্রের তিনটি কৃষি বিলের প্রতিবাদে মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন এনডিএ-র অন্যতম শরিক অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মোদী মন্ত্রিসভায় একমাত্র অকালি দলের একমাত্র সদস্য হরসিমরত। অকালি দলের নেত্রী হারসিমরত লিখেছেন, 'সরকারের কৃষক বিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিচ্ছি। কৃষক এবং তাঁদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।' যদিও আগামী দিনে এনডিএ-তে থাকা কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি শিরমণি অকারি দল। দলের প্রধান সুখবীর সিং বাদল সাংবাদিকদের বলেছেন, 'দলের আগামী রণকৌশল কী হবে, সেই বিষয়ে পার্টির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন