বিশ্বে করোনার সংক্রমণ শিগগিরই ৩ কোটি ছাড়াবে: রয়টার্স

প্রথম আলো প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৪

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ আজ বৃহস্পতিবার তিন কোটি ছাড়িয়ে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৈশ্বিক সংক্রমণের গতি কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের আজকের তথ্য অনুযায়ী, বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৫৫৫ জন ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়ানোর পর এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৯ লাখ ৪০ হাজার ৬৫১ জন। অর্থাৎ মৃত্যুর সংখ্যাও শিগগিরই ১০ লাখ ছাড়িয়ে যাবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক করোনা ছড়ানোর কেন্দ্রস্থল হিসেবে এখন ভারতের ওপর চোখ রয়েছে। তবে বৈশ্বিক সংক্রমণের হিসাব ধরলে প্রায় অর্ধেক শনাক্ত হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়। সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বব্যাপী নতুন দৈনিক সংক্রমণের সংখ্যা রেকর্ড স্তরে পৌঁছেছে এবং মৃত্যু ১০ লাখের কাছাকাছি চলে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন টিকার পেছনে ছুটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও