সীমান্তে সংঘাত, এরই মধ্যে 'চিনা' ব্যাংক থেকে ৯ হাজার কোটির ঋণ ভারতের! জানালেন মন্ত্রী
একে করোনা মহামারী, দুইয়ে সীমান্ত সংঘর্ষ। জোড়া ফলায় বিদ্ধ ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্য। বুধবার সংসদে এক লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারত-চিন বাণিজ্য ঘাটতি ৫৪৮ কোটি টাকা কমেছে। অপরদিকে, দুই দেশের যেখানে যুদ্ধের আবহ, চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে, একের পর এক চিনা অ্যাপ ব্যান করে 'ডিজিটাল স্ট্রাইক'-এর দাবি করছে সরকার, ঠিক তখনই চিনে অবস্থিত এশিয়ান ইনফ্রস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে ভারত সরকার। বুধবার সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
চিনের সঙ্গে ভারতের সংঘাত মেটার কোনও সম্ভাবনাই এই মুহূর্তে দেখা যাচ্ছে না। রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিনই বলেন যে, অরুণাচল প্রদেশের প্রায় ৯০,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করেছে চিন। লাদাখ থেকে অরুণাচল-একের পর এক জায়গায় চিনের সঙ্গে সীমান্ত সংঘাত বাঁধছে ভারতের। অথচ এই পরিস্থিতিতেও চিনা ব্যাংকের থেকে ঋণ! কিছুটা বেকায়দায় কেন্দ্রীয় সরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.