![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/jaya-1811081708-2009170832.jpg)
চা পাতা ব্যবহারেই ত্বক থাকবে চির যৌবনা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৮
সারাদিনে নির্দিষ্ট কিছু সময়ে চা পানের অভ্যাস কমবেশি অনেকেরই আছে। চা ক্লান্তি দূর করে মুহূর্তেই আমাদের চাঙা করে দেয়। তাইতো যেকোনো আড্ডা চা থাকা চাই-ই-চাই। এছাড়া একাকীত্বেও আপনার সঙ্গ দিতে তৈরি থাকে এক কাপ চা।
জানেন কি, এই চা শুধুমাত্র চাঙা রাখতেই নয়, আমাদের বাহ্যিক রূপ-সৌন্দর্য বাড়াতেও বেশ কার্যকর। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে এর ব্যবহার অতুলনীয়। চলুন জেনে নেয়া যাক রূপর্চচায় চা পাতা কীভাবে ব্যবহার করবেন- >
- ট্যাগ:
- লাইফ
- ফেলনা চা পাতা ও টী ব্যাগ
- চির যৌবন