হাত নেই, পা অচল, ঠোঁট দিয়েই সংসার চালান এমদাদুল
হাত নেই, পা থেকেও অচল। তবু দমে যাননি এমদাদুল মল্লিক ইব্রাহিম। ঠোঁট দিয়ে তুলি চেপে ধরে একের পর এক ছবি এঁকে চলেছেন। আর সেই ছবি বিক্রির টাকায় নিজের চিকিৎসা ও সংসারের খরচ জোগাচ্ছেন তিনি। এমদাদুল মল্লিক ইব্রাহিম নওগাঁর মান্দা উপজেলার বালুবাজার গ্রামের বাসিন্দা। জন্ম থেকেই এমন ছিলেন না ইব্রাহিম। হাত-পা সবই ছিল সুস্থ ও স্বাভাবিক।
২০০৫ সালে দিনাজপুরে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর দিনাজপুর সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের সিআরপিতে চিকিৎসা নেন আট বছর। কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেননি।