You have reached your daily news limit

Please log in to continue


কে কি বললো ভাবলে এই জায়গায় আসতে পারতাম না: ফারিয়া

লকডাউনের এই লম্বা সময়টা নিজের কাজে লাগিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেরেছেন বাগদান। চলছে বিয়ের প্রস্তুতি। তবে, এর আগেই ব্যস্ত হলেন পড়াশোনা নিয়ে। ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছেন। অনলাইনে ক্লাস করেছেন প্রতিদিন। বিজ্ঞাপনচিত্র দিয়ে লকডাউনের বিরতি ভেঙেছেন তিনি। অক্টোবরে শুরু করবেন ছবির কাজও। লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে টানা কয়েক মাসের বিরতি মিলেছিল হঠাৎ। মেকআপ ব্রাশে লাস্ট মিনিটের টাচ আপের ঝক্কি থেকেও রেহাই মিলেছিল। এ সময়ে ছিল না কলটাইমের কোনো টেনশনও। এই লম্বা ঘরবন্দি সময়টা সম্ভবত সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেরেছেন বাগদান। চলছে বিয়ের প্রস্তুতি। তবে এর আগেই ব্যস্ত হলেন পড়াশোনা নিয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন