ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ায় চাঁদপুরে কিশোরীর আত্মহত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সৌদি আরব প্রবাসী সাবেক প্রেমিক ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত আঁখি আক্তার (১৭) উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল মুন্নাফের মেয়ে। নিহত কিশোরীর ফুফাতো ভাই শাহাদাত জানান, আঁখির সঙ্গে একই উপজেলার বদিউজ্জামানপুর গ্রামের সৌদি আরব প্রবাসী লাবু মিয়ার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্প্রতি উভয়ের মধ্যে মনোমালিন্যের একপর্যায়ে লাবু আর সম্পর্ক রাখবেন না বলে আঁখিকে জানিয়ে দেন এবং তার অশ্লীল ছবি পরিবারসহ আশপাশের লোকজনের মধ্যে ও ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ঘটনায় লোকলজ্জায় গতকাল বুধবার দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আঁখি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.