![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/09/17/085812onion-.jpg)
মিয়ানমারের পেঁয়াজ আসতে দেরি
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৮
ভারত রপ্তানি বন্ধের দু-তিন দিনের মধ্যে দেশে পেঁয়াজ আসার সুযোগ ছিল মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে। কিন্তু টেকনাফ স্থলবন্দর সচল থাকলেও মিয়ানমারে করোনার কারণে লকডাউন চলায় পেঁয়াজ আসার সুযোগটাও আপাতত বন্ধ। এখন ব্যবসায়ীরা মিয়ানমার থেকে পেঁয়াজ আনার অনুমতি নিয়েছেন ঠিকই কিন্তু সেই পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে পৌঁছবে সমুদ্রপথে সিঙ্গাপুর বা শ্রীলংকার বন্দর হয়ে;
যাতে সময় লাগবে কমপক্ষে ১২ দিন। দেশের আমদানিকারকরা এ পর্যন্ত ছয়টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন বা আইপি নিয়েছেন। দেশগুলো হলো—চীন, তুরস্ক, মিসর, নেদারল্যান্ডস, মিয়ানমার ও পাকিস্তান। এর মধ্যে চীন থেকে আসতে সময় লাগবে ১৪ দিন; তুরস্ক, মিসর ও পাকিস্তান থেকে আসতে সময় লাগবে ১৫ থেকে ১৭ দিন। নেদারল্যান্ডস থেকে আসতে লাগবে ১৮ দিন।