কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাতবার জেল থেকে পালিয়ে সাতবারই ধরা!

ডেইলি বাংলাদেশ ইতালি প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫

পুলিশকে বুড়ি আঙ্গুল দেখিয়ে একের পর এক জেল থেকে পালিয়ে যান খুন, ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত জিউসেপ্পে মাস্তিনি। ৬০ বছরের এ লোক একবার বা দুইবার নয়, সাতবার জেল থেকে পালিয়েছেন। চুলে রঙ পরিবর্তন করে পালিয়ে থাকতে চেয়েছিলেন মাস্তিনি। কিন্তু সর্বশেষ ভেড়ার খোয়াড়ে ধরা পড়েন চতুর এ ব্যক্তি। ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়, গত ৬ সেপ্টেম্বর মাস্তিনিকে সার্ডিনিয়ার কারাগার থেকে সাময়িকভাবে ছেড়ে দেয়া হয়েছিল। তিনি এ সুযোগ পেয়ে পালিয়ে যান৷ পরে তাকে ইটালির উত্তর-পশ্চিমের দ্বীপ সারাসির কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায়।

ওই এলাকার অনেক বাড়িতে তল্লাশি চালিয়ে এক ভেড়ার খোয়াড়ে মাস্তিনিকে খুঁজে পায় পুলিশ৷ মাস্তিনির চতুরতার অংশ হিসেবে চুলের রঙ সোনালি করেন, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। তারপরও তিনি রেহাই পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও