‘বর্তমান সরকারের মেয়াদেই বিরল স্থলবন্দর চালুর পরিকল্পনা’
বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই দিনাজপুরের বিরল স্থলবন্দর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কেএম তরিকুল ইসলাম। বন্দরের কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে আজ বুধবার সকালে বিরল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
এরপর তিনি স্থলবন্দর এলাকার ঠনঠনিয়া-চকশংকর গ্রামে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করেন। সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের এ মেয়াদের মধ্যেই বিরল স্থলবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। শিগগিরই স্থলবন্দরের অধিগ্রহণকৃত জমির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হবে। মাটি ভরাটসহ অন্যান্য কাজসমূহ সম্পাদনেও উদ্যোগ গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.