কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিস্তার প্রবল স্রোতে তিন শতাধিক বাড়ি-ঘর বিলীন

ডেইলি বাংলাদেশ কুড়িগ্রাম সদর প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫

তিস্তা নদীর প্রবল স্রোতে গত দুই সপ্তাহে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিন শতাধিক বাড়ি-ঘরসহ স্কুল ও মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কুড়িগ্রামের উলিপুর বজরা ইউপি ও গাইবান্ধার কাশিমবাজারে ভয়াবহ ভাঙন চলছে। প্রায় ২০০ মিটার পাকা সড়ক ভাঙনে বিলীন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভাঙনে দুই জেলার অনেক মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন।

তিস্তার নদীর ভাঙনে সব হারানো এক বিধবা নারী বলেন, ‘প্রতিবন্ধী সন্তান নিয়া অনেক কষ্ট করি বাঁচি আছি। এপাকে বাড়ি ভাঙবের নাগছে। কাঁইয়ো জাগা দিবার নাগছে না। খাবারও নাই। গাছের ডাল কাটি বিক্রি করি কোনোমতে বাঁচি আছি। তোমরা নদীটা বান্ধি দেও।’ ‌‘তিনবার বাড়ি ভাঙছি। শ্বশুরের ভিটায় আশ্রয় নিছি। সেটাও ভাঙি গেইছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও