![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F5d8d1b81-76da-4b64-9cb3-016925993fd8%252F119108313_1673229246175453_4516835131097222514_n.jpg%3Frect%3D0%252C216%252C504%252C265%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
স্বামী সিনেমা না ছাড়ায় তাঁকেই ছাড়লেন মুনমুন
প্রথম আলো
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৫
সম্প্রতি মুনমুন ও তাঁর স্বামী মীর মোশাররফ হোসেনের বিচ্ছেদ হয়ে গেছে। মডেল, অভিনেতা ও প্রযোজক মোশাররফ হোসেনের ঠিকানায় বিচ্ছেদ চেয়ে চিঠি পাঠিয়েছেন মুনমুন। যদিও এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মোশাররফ। তবে মুনমুন জানালেন বিচ্ছেদের পেছনের এক দুঃখজনক গল্প।
এই লকডাউনে অনেকের মতো মুনমুনের হাতের টাকাও ফুরিয়ে যায়। দুই সন্তান ও স্বামীকে নিয়ে সংসার তাঁকেই চালাতে হতো। অনেক দিন ধরেই স্বামীকে তাগাদা দিয়ে যাচ্ছিলেন, সিনেমা বানানোর জন্য টাকা খরচ না করে ব্যবসা শুরু করার। তিনি শোনেননি। এমনকি সংসারের খরচও দিচ্ছিলেন না। উপায় না দেখে স্টেজ ও যাত্রায় নাচ শুরু করলেন ঢালিউডের এক সময়ের নায়িকা মুনমুন। একপর্যায়ে তাঁর মনে হয়, ‘আর পরলাম না।’ ব্যাস, বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।