আইপিএল সম্প্রচার হবে কয়টি দেশে?
অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন। তারপরই পর্দা উঠবে ১৩তম আইপিএল আসরের। তবে এবারই প্রথমবারের মতো ভিন্নভাবে আয়োজন হতে যাচ্ছে আইপিএল। কারণ করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থাকায় দর্শকশূন্য মাঠে খেলবেন ক্রিকেটাররা। মাঠে বসে চার ছক্কার ফুলঝুরি দেখার সুযোগ নেই। তবে টিভি পর্দায় ঠিকই ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
এবারের আইপিএল টুর্নামেন্ট বিশ্বের ১২০টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে। তবে পাকিস্তানে আইপিএল সম্প্রচার হবে না বলে জানা গেছে। উপমহাদেশের দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত এবং আফগানিস্তানে আইপিএল সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।