সম্প্রতি দেশের তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কে ফাস্টক্যাশ ২.০ নামের ম্যালওয়্যারের অস্তিত্ব পাওয়া যায়। সরকারের আইসিটি বিভাগের বিজিডি ই-গভ সার্ট (কম্পিউটার নসিডেন্ট রেসপন্স টিম) দেশের তিনটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) নেটওয়ার্কে ম্যালওয়্যারের অস্তিত্ব পেয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে। পরবর্তীতে ব্যাংকগুলো রাতে এটিএম বুথ বন্ধ করে দেয়। জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বিজিডি ই-গভ সার্ট এ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি একসেসটেল, আইএসএন ও কার্নিভাল নামের তিনটি আইএসপিকে জানায়, তাদের কিছু আইপি ম্যালওয়্যার আক্রান্ত।
মেইল পেয়ে সংশ্লিষ্টরা তাদের সার্ভার বন্ধ করে দেয়। ওদিকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পেয়ে ব্যাংকগুলো সতর্কতা জারি করে। সংশ্লিষ্ট আইএসপিগুলোর লিংকগুলো ব্যবহারকারী ব্যাংকগুলো বন্ধ করে দেয়। যদিও একটি প্রতিষ্ঠানের লিংক তিনটি ব্যাংক আবারও ব্যবহার করা শুরু করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.