সাশ্রয়ী দামে বাজারে ফাইভজি স্মার্টফোন এলজি উইং

ঢাকা টাইমস প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৮

স্মার্টফোন কোম্পানি এলজি তাদের এক্সপ্লোরার প্রোজেক্ট-এর প্রথম প্রোডাক্ট এলজি উইং বাজারে এনেছে। ইউনিক ডিজাইনসহ এলজি উইং ফোনে ডুয়েল স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে আছে ওলেড প্যানেল, স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এলজি উইং আসার আগে বহু ডিউরাবিলিটি টেস্ট করা হয়েছে, এর মধ্যে আছে স্ট্রেস টেস্ট, শক টেস্ট, বেন্ডিং টেস্টে, টাচ সেন্সর এবং কী প্রেস টেস্ট। এর ডুয়েল স্ক্রিনের প্রধান স্ক্রিনটি ৯০ ডিগ্রী ঘুরলে দ্বিতীয় স্ক্রিনটি দেখা যায় এবং দুটি স্ক্রিনেই একসাথে কাজ করা যায়।

এতে আছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস POLED ফুলভিউ ডিসপ্লে। এর পিক্সেল রেজুলেশন ২৪৬০ x ১০৮০ এবং আসপেক্ট রেশিও ২০.৫:৯। এছাড়াও আছে ৩.৯ ইঞ্চি জি-ওলেড ডিসপ্লে। এর রেজুলেশন ১২৪০ x ১০৮০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১.১৫:১। এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। এছাড়াও আছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও