কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম নির্বাচনের দিনক্ষণ নিয়ে দফায় দফায় আলোচনা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:০০

আগামী বছরের মার্চ মাসে দেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে খবরে প্রকাশ করা হয়। পিবিআই’র খবরে বলা হয়, বঙ্গবন্ধু দেশে ফেরার পরের দিনই মন্ত্রিসভার বৈঠকে শাসনতন্ত্রের খসড়া গণপরিষদে পেশ এবং নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করেন। একই দিনে তিনি নির্বাচন কমিশনারের সাক্ষাৎ নেন। দুই দিনে কয়েক দফায় গণপরিষদ অধিবেশন ও নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেন তিনি। ওয়াকিবহাল মহলের খবর বলছে, আগামী মাসের মধ্যেই গণপরিষদে শাসনতন্ত্র পেশ করা হবে বিধায় পর্যালোচনা প্রায় শেষ। ওই মহল থেকে বলা হয়, প্রশাসন যন্ত্রের সব কাজ প্রায় শেষ হয়েছে। খসড়া শাসনতন্ত্র বাংলা ও ইংরেজি ভাষায় করা হয়েছে। খসড়ায় সমাজতান্ত্রিক অর্থনীতির ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র এবং প্রশাসনিক কর্তৃপক্ষের আওতাবহির্ভূত স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার বিধান রয়েছে বলেও আগাম প্রকাশ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস এদিন সাধারণ নির্বাচনে ভোটার তালিকা প্রণয়নের কর্মসূচি ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের এই ঘোষণা রাত আটটায় বেতার এবং টেলিভিশনে প্রচার করা হয়। ইতোমধ্যে দেশের খসড়া সংবিধান চূড়ান্ত করা হয়েছে। সেটি পরের মাসে গণপরিষদের অধিবেশনে পেশের জন্য প্রস্তুত করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও