পাক মানচিত্রে ভারতীয় ভূখণ্ড! প্রতিবাদে SCO বৈঠক থেকে বেরিয়ে গেলেন ডোভাল
বিতর্কিত, কাল্পনিক মানচিত্র সামনে এনে ভারতের সঙ্গে ফের সংঘাতে জড়িয়ে পড়ল পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের নয়া মানচিত্র নজরে আসার পরেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর ভার্চুয়াল বৈঠকের মাঝপথে বেরিয়ে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
ভারত, পাকিস্তান-সহ SCO-র সদস্য আটটি দেশের জাতীয় নিরাপত্তা উপেদেষ্টারা ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছিলেন। ভিডিয়ো কনাফারেন্স চলাকালীন অজিত দোভাল লক্ষ করেন, পাকিস্তানের প্রতিনিধি মঈদ ইউসুফের পিছনে বড় করে একটি পাকিস্তানের মানচিত্র ঝোলানো রয়েছে। তাতে ভারতীয় ভূখণ্ডের জম্মু-কাশ্মীর, লাদাখ ছাড়াও গুজরাতের জুনাগড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।