উচ্ছেদ উচ্ছেদ খেলা থামান

সমকাল প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩

করোনার দুঃসহ এই সময়, যখন মানুষ কর্মহীন হয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে খেয়ে, না-খেয়ে কোনোরকমভাবে জীবনধারণ করছে; সেই সময়ে এ কী অত্যাচার-অবিচার! টাঙ্গাইলের মধুপুরে কয়েকদিন ধরেই জমি উদ্ধারের নামে স্থানীয় মান্দিদের (গারো) মাঠের ফসল ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযান চালাচ্ছে বনবিভাগ! জনগণের করের টাকায় যাদের বেতন-ভাতা হয়, তারাই গুঁড়িয়ে দিচ্ছে জনগণের মাঠের ফসল!

মধুপুর উপজেলার আরণখোলা ইউনিয়নের আমতলী গ্রামে ইতোমধ্যে ১০ গারো পরিবারের পাঁচ একর জমির আনারস, পেঁপে, আদা, হলুদ, কলা ধ্বংস করে দেওয়া হয়েছে। গেল সোমবার শোলাকুড়ি ইউনিয়নের পেগামারীতে দরিদ্র বাসন্তী রেমার জীবিকার একমাত্র অবলম্বন কলাবাগানটিও কেটে উজাড় করে দিয়েছে বনবিভাগ। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন বনবিভাগের রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে। শুনেছিলাম, বনবিভাগ বুধবার ক্ষতিগ্রস্থদের সঙ্গে বসবার প্রতিশ্রুতি দিয়ে উত্তেজনা প্রশমন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও