![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F15%2F104111372_765596397309808_8461539984970402687_n.jpg%3Fitok%3DUxWn8H6k)
ফরিদপুরের বরকত-রুবেলের দুই প্রতিষ্ঠানের ২৫ কার্যাদেশ বাতিল
ফরিদপুরের বিতর্কিত দুই ভাই বরকত ও রুবেলের মালিকানাধীন রাফিয়া কনস্ট্রাকশন ও এসবি ট্রেডার্সের চলমান ২৫টি কাজের কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি কর্তৃপক্ষ।
ফরিদপুর এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, অবৈধ প্রভাব খাটিয়ে এলজিইডিতে হাজার হাজার কোটি টাকার কাজ ভাগিয়ে নেয় রুবেল ও বরকতের মালিকানায় থাকা রাফিয়া কনস্ট্রাকশন ও এসবি ট্রেডার্স। এর মধ্যে বর্তমানে চলমান ৩৮টি কাজের মধ্যে ২৫টির কার্যাদেশ বাতিল করা হয়েছে।