পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অক্টোবরে
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরের দিকে তফসিল ঘোষণার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রায় অর্ধডজন প্রার্থীর তৎপরতা শুরু হয়ে যায়।
গত ১৭ জুলাই পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গাজী মোহাম্মদ আলী ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.