বার্সা থেকে তল্পি-তল্পা গুটিয়ে নিলেন ভিদাল

প্রথম আলো এফসি বার্সেলোনা প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬

হলিউডে স্কুলপড়ুয়াদের সিনেমায় দৃশ্যটা পরিচিত। স্কুলের সব ছাত্র-ছাত্রীদের নিজস্ব লকার থাকে। স্কুলের জন্য প্রয়োজনীয় সবকিছু রাখা হয় সেখানে। স্কুল ছাড়ার সময় লকার থেকে সব গুছিয়ে নেওয়া হয়। আর্তুরো ভিদাল স্কুলপড়ুয়া নন, ফুটবলার। কিন্তু ক্লাবের প্রথা তাঁকে স্কুলের স্মৃতি ফিরিয়ে দিতে পারে।

চিলির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উঠেছিল গত মৌসুমের শেষেই। সেই গুঞ্জন যে সত্য হওয়ার পথে মোটামুটি নিশ্চিত করেছেন ইএসপিএন ও স্পোর্তের সংবাদকর্মী স্যামুয়েল মার্সডেন। বার্সেলোনার ক্রীড়া পরিচালক র‌্যামন প্লানেস নাকি জানিয়েছেন, ভিদালের ইন্টার মিলানে যোগ দেওয়া নিশ্চিত। এদিকে ভিদালের কর্মকাণ্ড বলে দিচ্ছে, তিনি আর কাতালান ক্লাবটির খেলোয়াড় নন। স্কুলপড়ুয়াদের মতোই বার্সার লকার থেকে তল্পি-তল্পা গুছিয়ে নিয়ে গেছেন ভিদাল। অর্থাৎ, আদিওস (বিদায়) বার্সা!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও