![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/15/edd7193682b87763640afc398b462fa8-5f60beef9a97c.jpg?jadewits_media_id=688656)
চট্টগ্রামে বন্ধ হলো আরও একটি করোনা আইসোলেশন সেন্টার
দীর্ঘ তিন মাস করোনা আক্রান্ত ও উপসর্গে ভোগা ৭৬৫ জন রোগীকে বিনামূল্যে সুস্থ করে তোলার পর চট্টগ্রাম নগরীর হালিশহরে অবস্থিত করোনা আইসোলেশন সেন্টারেরে আনুষ্ঠনিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আইসোলেশন সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়।