You have reached your daily news limit

Please log in to continue


না’গঞ্জের মসজিদে বিস্ফোরণের তদন্ত দ্রুত শেষ হবে: সিআইডি

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শিগগিরই শেষ করা হবে। এরই মধ্যে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে। একজন ডিআইজির নেতৃত্বে সিআইডির একটি টিম ঘটনাস্থল ঘুরে এসেছেন। আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। মঙ্গলবার দুপুরে নিজ দফতরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া আরও কিছু কাজ বাকি আছে। এসব কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। মাত্র কয়েকদিন আগে মামলাটির তদন্তভার সিআইডি পেয়েছে। সিআইডি প্রধান বলেন, সিআরপিসি অনুযায়ী তদন্তের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যেই মামলার তদন্ত কাজ শেষ করতে চাচ্ছি। আমাদের তদন্তে সবগুলো পয়েন্ট কভার করবো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন