You have reached your daily news limit

Please log in to continue


ফুটবলার উন্নতি খাতুনকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক উদীয়মান ফুটবলার উন্নতি খাতুনকে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনে কক্ষে উন্নতি খাতুনের হাতে পাঁচ লাখ টাকার চেকটি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এছাড়াও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ২৪ হাজার টাকার মাসিক ক্রীড়া ভাতার চেকও উন্নতির হাতে তুলে দেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম উপস্থিত ছিলেন। চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এটি আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। তিনি সবসময় অসহায় ক্রীড়াবিদদের সহযোগিতা করে থাকেন। খেলাধুলার উন্নয়নে আমরা যখনই যা চেয়েছি প্রধানমন্ত্রী আমাদের তা দিয়েছেন। তিনি করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহায়তা করতে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া তিনি অসহায়-দুস্থ ক্রীড়াসেবীদের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা প্রদান করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন