ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ পদক

প্রথম আলো প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশ জাতীয় দলের চার প্রতিযোগী ব্যক্তিগত ব্রোঞ্জ পদক এবং বিজনেস কেস সলভিং রাউন্ডে দলীয় ব্রোঞ্জ পদক অর্জন করেছে। গত ৭-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে দেশের জন্য এ সুনাম বয়ে এনেছে একদল কিশোর-কিশোরী। প্রথমবারের মতো দেশকে ৫টি ব্রোঞ্জ পদক এনে দিয়েছে এই অলিম্পিয়াড।

পদকজয়ীরা হলো এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র দর্পণ বড়ুয়া ও ফারিহা জামান প্রমি, সানিডেল স্কুলের ছাত্র সৈয়দ নাজিফ ইশরাক ও সানবিমস স্কুলের ছাত্র ফারাজ মহিউদ্দিন চৌধুরী। দলনেতারা হলো ঢাকা স্কুল অব ইকনোমিকসের লেকচারার আল আমিন পারভেজ এবং ক্যাপস্টোন স্কুল ঢাকার চেয়ারম্যান আক্তার আহমেদ। এসএফএক্স গ্রীন হেরাল্ড স্কুলের অপর প্রতিযোগী ইসফার জাওয়াদ ফিনান্সিয়াল লিটারেসি রাউন্ডে দারুণ কৃতিত্ব দেখায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও