বিদেশি খিচুড়ি রান্না করুন ঘরেই
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০
দেশি স্বাদ বদলে এবার খিচুড়িতে নিয়ে আসুন বিদেশি স্বাদ। নিশ্চয়ই জানেন, চাল আর হরেক রকম ডালের মিশ্রণে তৈরি হয় সুস্বাদু খিচুড়ি। এতে যোগ হয় বিভিন্ন সবজি ও মাংসও। তবে আজ আপনাদের জন্য রয়েছে একদম ভিন্ন স্বাদের একটি খিচুড়ির রেসিপি। যা তৈরিতে কোনো চাল ব্যবহার হবে না। দক্ষিণ ভারতের কেরালার খুবই জনপ্রিয় একটি খাবার হলো এই খিচুড়ি। যা সাবুদানার খিচুড়ি নামে বেশ পরিচিত। ভিন্ন স্বাদের এই বিদেশি খিচুড়িটি খুব সহজেই আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন।
- ট্যাগ:
- লাইফ
- খিচুড়ি রেসিপি
- সাগুদানা