বাংলার শত বছরের ঐতিহ্য ‘ঘরজামাই গ্রাম’
সুজলা সুফলা আমাদের বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বাস। এর মধ্যে রয়েছে অনেক আদিবাসীও। তাদের বাঙালিদের সঙ্গে খাদ্যাভ্যাস আর জীবনযাপনে রয়েছে কিছুটা পরিবর্তন। তবে বাংলার সংস্কৃতি বেশ প্রসিদ্ধ সারা বিশ্বে। বিশেষ করে দেশের উৎসব, পার্বণগুলো। এর মধ্যে বিয়ে অন্যতম এক অনুষ্ঠান।
নতুন বরের সঙ্গে আত্মীয় পরিজন সহ কিছু লোক যায় কনের বাড়িতে। বিয়ের পর ভালো খাবার দাবারের আয়োজন। এরপর নতুন বউ নিয়ে ঘরে ফেরা। এটিই মূলত এ দেশের বিয়ের আনুষ্ঠানিকতা। ধীরে ধীরে নতুন বউ হয়ে ওঠে বরের পরিবারের একজন। এটিই হয়ে যায় তার আপন নিবাস। তবে এমন একটি গ্রাম আছে যেখানে ঘটে এর পুরোই উল্টোটা। সবুজ শস্যের মাঠে ঘেরা ছোট্ট গ্রাম মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা। এখানকার বেশিরভাগ মানুষেরই পেশা কৃষি। তবে গ্রামটি পরিচিত ঘরজামাই গ্রাম হিসেবে। গাংনীর চৌগাছা শিশিরপাড়া ও গাড়াডোব গ্রামে ১৯৮০ সালের দিকে মেয়ের বিয়ে দিয়ে ঘরজামাই আনার প্রবণতা বাড়ে। সে সময় এখানে লোক সংখ্যা ছিল কম। নিজেদের সম্পদ দেখভাল করার জন্য অনেকেই মেয়ে বিয়ে দিয়ে জামাতাকে বাড়িতে রাখতেন।