![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frajbari-1-20200915094725.jpg)
কাঁঠালবাড়ীর চাপ থাকলেও ভোগান্তি নেই দৌলতদিয়ায়
পদ্মার স্রোত, নাব্য সংকট ও ঘাট ভাঙনে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ঘাটে। তবে অবিশ্বাস্য কাণ্ড হচ্ছে ঘাটে কাঁঠালবাড়ীর যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ও দীর্ঘ অপেক্ষা ছাড়াই যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি পারাপার হচ্ছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।