ডিএসসিসির বাস টার্মিনাল: প্রাক্কলন বাড়িয়ে ‘খাস’ আদায়ের কৌশল!
অস্বাভাবিক প্রাক্কলন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গুলিস্তান জয়কালী মন্দির (সায়েদাবাদ সিটি) স্টপওভার বাস টার্মিনালের দরপত্র আহ্বানের অভিযোগ উঠেছে। অতিরিক্ত দর নির্ধারণ করায় টার্মিনালটি ইজারা নিতে কেউ আগ্রহী হচ্ছে না। টেন্ডারেও পড়ছে না কোনও দরপত্র। আর এ সুযোগেই ‘খাস’ আদায়ের মাধ্যমে টার্মিনালের টোল আদায় করছে সংস্থাটি। এতে একটি সিন্ডিকেট উপকৃত হচ্ছে। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ডিএসসিসি। এর সঙ্গে একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত বলে জানান সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত বছর এই টার্মিনালটির ইজারা মূল্য পাওয়া যায় ৯৭ লাখ টাকা। কিন্তু এ বছর হঠাৎ করেই তা প্রায় সাড়ে চারগুণ বাড়িয়ে ৪ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৪৫০ টাকা প্রাক্কলন করা হয়। এর সঙ্গে ঠিকাদারের ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর যুক্ত হবে। তাই এই প্রাক্কলনকে অস্বাভাবিক বলছেন টার্মিনাল সংশ্লিষ্টরা। এ কারণে এ বছর টার্মিনালটি ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করলেও তাতে দরজমা পড়ছে না।