You have reached your daily news limit

Please log in to continue


বড় ডিস‌প্লের ফোন অানল ন‌কিয়া

নকিয়া ২.৪-এর প্রিবুকিং শুরু হলে আমেরিকায়। কিছুদিন আগেই এই ফোনটির রেন্ডার ফাঁস করেছিল জনপ্রিয় টিপ্সটার ইভান ব্লাস । আমেরিকার একটি ই-রিটেলার ওয়েবসাইটে নকিয়া ২.৪ কে অন্তর্ভুক্ত করা হয়। স্মার্টফোনটিকে টিএ-১২৭৪ মডেল নম্বরসহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ফোনটির দাম ও জানা গেছে। নকিয়া ২.৪ আমেরিকায় একটি স্টোরেজের সাথে প্রি-বুকিংয়ে র‌য়ে‌ছে। এর ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ১৩৯ ডলার। ডুয়াল সিমের এই ফোনটি ২ নভেম্বরে আমেরিকায় লঞ্চ করা হবে। ই-রিটেলার ওয়েবসাইটে ফোনটি গ্রে কালারে পাওয়া যা‌চ্ছে। ই-রিটেল ওয়েবসাইট থেকে যদিও ফোনটির কোনো ফিচার জানা যায়নি। তবে আগের একটি রিপোর্টে বলা হয়েছিল এই ফোনটি দুটি স্টোরেজের সাথে আসতে পারে – ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। এই তিনটি রঙ হল ধূসর, নীল ও বেগুনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন