![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F7c46cdbd-b5d1-493e-b674-307649de20f0%252FNatore_DH0605_20200914_gurudaspur__5_.JPG%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সন্তানদের অবহেলায় ঘর ছেড়েছিলেন বৃদ্ধ দম্পতি
ছেলেদের অবজ্ঞা আর অবহেলায় এই দম্পতির মনে অভিমানের পাহাড় জমতে থাকে। একপর্যায়ে গতকাল রোববার বাড়ি ছেড়ে পাশের একটি স্কুলের পরিত্যক্ত কক্ষে গিয়ে ওঠেন এই দম্পতি। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে বাড়িতে রেখে আসে।
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে ঘটে এ ঘটনা। বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ ও ভরণপোষণ না দেওয়ায় পুলিশ ওই তিন ছেলেকে আটক করে। পরে বাবা-মায়ের ভরণপোষণ ও ভালো আচরণ করার শর্তে মুচলেকায় ছাড়া পান তাঁরা।