লোকসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই ১৭ জন সাংসদের শরীরে মিলল করোনা। তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি, অনন্ত কুমার হেগড়ে ও প্রবেশ সাহিব সিং। করোনা ঠেকাতে সাংসদদের বাধ্যতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয়।